১
পার্থিব সংগ্রামে কবিতার জয় মানো?
আলো-তীরে ভয় পায় লিঞ্চিং শয়তানও।
২
সুরারাজ্যে পালিয়ে বাঁচো? আমি স্বাভাবিকে বুক পেতে রাখি-
নেশাঘোরে যা কিছু পাওয়া আখেরে তা পুরো ফাঁকি।
৩
পদস্খলনের ক্ষত ব্যান্ডেজে সারে না-
বিশ্বাস হেরে গেলেও বিশ্বাসী হারে না।
৪
আলোকবর্ষ দূরে থাকো; ছায়াপথ পেরোতে হবে-
মিলনের দুরাশায় হিসাব কে কষেছে কবে!
৫
পাথরে বাধা পেলে নদীও লাফায় হর্ষে-
অভিশাপ ভাবতে পারো, আমি বুঝি বর সে।