১
হাজার কথা তারার সাথে, কেউ কোত্থাও নেই-
রাতের তারা দৌড়ে পালায় সূর্য ওঠে যেই।
২
ব্রহ্মচর্য তো অবদমন, এমনিতে টান থাকেই-
বাইরে ফুল ফোটালেও ভেতরে কামনা রাখেই।
৩
মাঠ প্রশস্ত হলে অন্য মাঠে কেন যাব?
ঘাসের বীজ যত আছে সে মাঠেই ছড়াব।
৪
আমার কোনো বন্ধু নেই, আমি বন্ধু সকলের-
তফাত বোঝা নয়তো সোজা আসল আর নকলের।
৫
বৃষ্টি তো আসতেই চায়, বাষ্পেরা বাদ সাধে-
জমাট বাঁধবে কখন, দায়টা যে তার কাঁধে।