১)
তুমি ঘৃণার চাষ করে যেতে পারো
সে ফসলে আমার রুচি নেই,
আমি ভালবাসা খেয়ে মরে যেতে পারি
অননুতপ্ত আনন্দেই।
২)
বিরতিবিহীন কড়া নেড়ে যাবো
তুমি কানে গুঁজে রেখো তুলো,
আর্তধ্বনি বাতাসে মিলিয়ে গেলে
বন্ধ দরজা খুলো।
৩)
ভালবাসাহীন আকাশের রং কালো-
শরৎ-বসন্তে আড়ালেই থাকে চাঁদ।
বরষায় যদি কাদাহীন মাঠ খোঁজো
কখনও পাবে না জীবনের সংবাদ।