কতটা ভালবাসি জানতে চেয়ো না এ নির্বাক
গ্রহের কাছে। শুধু জানি, যেখানে তুমি পা ফেল
সেখানে আমি পদ্মফুল দেখি, যেখানে তুমি
চোখ মেল সেখানে দেখি রংধনু। যেখানে তুমি
হাত বাড়াও সেখানে আমার স্বপ্নেরা ডানা মেলে
পেতে চায় তোমার হাতের নাগাল।
তোমার মুখটাই আমার আকাশের একমাত্র সূর্য, তাই
তুমি মুখ ফেরালেই ডুবে যাই অন্ধকারে --
এতক্ষণে বুঝে গেছো নিশ্চয়! তোমাকে ঘিরেই
আবর্তিত হয় আমার পৃথিবী...