রক্তঋণে মুক্ত হলাম,
ভুলেই গেলাম ঋণ!
নাচে-গানে আর ভাষণে
কেটেই গেল দিন।


পায়ে পায়ে ঘুমঘোরে
বাহাত্তরও পার--
আশার আলো হচ্ছে ফিকে,
থেকেই যাবে ধার?


তামাদি যে হয়েই এল
ভাঙছে ঘুম আর কই?
আমজনতা চুষছে আঁটি
মারছে নেপোয় দই।