আমার সুস্নিগ্ধ রোদ, যেন ঈষদুষ্ণ জল,
আবেশে গায়ে ঢালি, ক্রমশ তপ্ত হই,
মুগ্ধ হই, ভুলে থাকি যত ক্লিন্ন বরফের
ঘৃণ্য পরশ, অজস্র বিষময় সায়কে বিদ্ধ
হয়েছি কত নরম মৃত্তিকা-বুকে, জেনেছি
রক্তপাত কাকে বলে, কাকে বলে ডুবন্ত
তরী অথৈ সাগরে; ইথারেও ফুটে থাকে ফুল,
গন্ধ তার অবিকল শরতের রোদের মতো!
হে আমার অবাক পৃথিবী, স্হিত হও
পরম আশ্বাসে। তোমারও ঘূর্ণন আছে,
আছে নাছোড় কক্ষের কঠোর হাতছানি;
তবুও কী নিবিড় সখ্যতা আকাশের সাথে!