সেদিন সাহিত্য-আড্ডা থেকে ফেরার পথে কবি জয়শ্রী রায় মৈত্র কথা প্রসঙ্গে বলছিলেন, আজকাল প্রচুর ছেলেমেয়ে কবিতাভক্ত । আমি সায় দিইনি । বলেছিলাম, আমরা এই পরিমণ্ডলে থাকি বলেই এরকমটি মনে হচ্ছে। এর বাইরে আজকের প্রজন্মের বিরাট সংখ্যক ছেলেমেয়ে আত্মকেন্দ্রিকতার গড্ডলিকা স্রোতে হারিয়ে যাচ্ছে ।দেখলে কষ্ট হয়। নির্মল আনন্দ কাকে বলে, ওরা জানলোই না। কিন্তু এই মুহূর্তে তাঁর কথায় সায় দিতে ইচ্ছে করছে । কেন?
কারণ আমাদের এই আসর আর আসরের কয়েকজন পাঠকপ্রিয় কবি। কিছুদিন আগে লিখেছিলাম, কবি আগুন নদী এই আসরের সম্পদ । লক্ষ্য করলে দেখবেন , তাঁর অধিকাংশ কবিতাই এই আসরের মধ্যে সর্বাধিক পঠিত কবিতা । সংখ্যাটাও চমকে যাওয়ার মতো। তাই আজকের মানুষ কবিতা ভালবাসে না, একথা বোধ হয় খুব জোর দিয়ে আর বলা যায় না।এটি নিশ্চয় আমাদের সকলের কাছেই অত্যন্ত আশাপ্রদ তথ্য ।