পাখি, কেন তোমার শূন্যে ডানা মেলা?
- তুমি যাতে সঙ্গী হতে পারো ভাসবে যখন প্রেমে,
সাঙ্গ হলে খেলা আসবো আবার নেমে।
জীবন, তুই কঠোর কেন এত?
-কোমল হলে সইত না খরস্রোত,
যা-কিছু সঞ্চয় সবই বয়ে যেত।
মরণ, তুই কেন অদৃশ্যে থাকিস?
- দিনরাত দেখা দিলে বন্ধ হতো মায়ার খেলা,
আসবো নির্ঘাত, দিনের শেষে মনে রাখিস।