আচ্ছা তোকে কথা দিলাম গুটিয়ে নেব হাত
একটুখানি দিন নেব আর একটুখানি রাত
বাদবাকিটা যত্ন করে নিজের কাছেই রাখিস
নিজের মতো খরচ করে ভীষণ ভাল থাকিস।
তুইতো এখন খোলা খাতা আমিও খোলা বই
শেষের পাতা মিলে যেতেই পাতিয়ে নিলাম সই
সই কিন্তু হরেক রকম যেমন চোখের বালি
বকুল ফুল আকাশ কুসুম কিম্বা চাঁদের ফালি।
পুতুল খেলার মতন তবু পুতুল খেলাতো নয়
শরীর হলে বলা যেত যা সওয়াবে তাই সয়।
শরীরের নাম মশাই কিন্তু মনের নাম যে শিশু
সইবে কি আর ক্রুশযাতনা, সে কি মহান যীশু?