ছেড়ে যেতে পারি বনভূমি তোমার একটি পালক পেলে-
যে পালক অতি যত্নে রেখেছ গেঁথে তোমার পাখনায়,
ঊষর মরুতে নেব শরণ অজস্র ফণিমনসার অভ্যর্থনায়-
মাথা পেতে বর্ণিল পালকে আধো ঘুম আধো জাগরণে
দেখে নেব অবাধ স্বপ্নে বাকি পালকে তোমার উড়ান।
সন্ধ্যার আগে চোখে পড়েনি তারাখসার ব্যথিত শোভা,
যখন নেমেছো গোধূলির বুক চিরে প্রদ্যুম্ন পাতার ছায়ায়
তখনো কাকলির মৃদু প্রতিধ্বনি বাতাসের কণায় কণায়,
যদি বধির হয়ে যাও, রক্ষিত পালকে দেব আগুনের ছোঁয়া-
তোমার আকাশপথে চিনে নিও অতি পরিচিত ধোঁয়া।