কী বিষম শীতলতা! আকাশও জমে গিয়ে বরফ এখন।
কোত্থাও অবশিষ্ট নেই একবিন্দু উষ্ণতা। যদি কিছু
নেওয়ার থাকে নিয়ে নাও অন্বেষা, আমি শীতঘুমে যাব।
কে যেন বদলে দিয়েছে ঠাট্টার সুরও। হিসহিসানির মত
ভয়ংকর! কি বিশাল সরীসৃপ! এক নক্ষত্র থেকে আর এক
নক্ষত্র। ক্রমশ গ্রাস করে, পৃথিবীর মাথা থেকে লেজ চোখের
নিমেষে অদৃশ্য হয় ক্রমশ। অকেজো হয়ে যায় আগ্নেয়গিরি!
সরীসৃপের গা ছুঁয়েছো কখনো অন্বেষা? জমে যায় লাভা
অনন্ত শীতলতায়। ঝর্ণার মত নেমে আসে শীতল প্রবাহ।
তোমার ওখানে কি এখনো কেবল পৌষেই শীত? আমার
এখানে এগার মাস। যদি কিছু নেওয়ার থাকে নিয়ে নাও
অন্বেষা, আমি শীতঘুমে যাব।