দিয়ে গেছো সবকিছু? কিছুই রাখোনি বাকি!
আমারও দেয়ার ছিল, সেগুলো কোথায় রাখি?
যত গাছ পৃথিবীতে, সকলেই বিলায় বাতাস,
জন্ম নেয় যত তারা, আলোতে ভরায় আকাশ।
সেদিন মরুতে একা হেঁটেছি অন্ধকারে--
হঠাৎই আলো এসে হাত ঠোকে বন্ধ দ্বারে!
ভেঙে যায় আজন্ম ঘুম, জানালার আলো-রেখা
এঁকে দেয় অজস্র্র কোণ, দেয়ালে অদ্ভুত লেখা!
সে কোণেদের সীমা নেই,সে লেখাও লেখেনি কেউ,
যেন সাগরের অতল, যেন সাগরেরই ঢেউ!
আলোর ইশারা থেকে অনায়াসে বুঝে পাই--
সাঁতারু হতেই হবে, ডুবুরিও হওয়া চাই।