হায়রে কপাল কি কলিকাল
আইলো ধরার মাঝখানে-
অধঃপাতের করাল ছায়া
দেখছি যে হায় সবখানে!
তাই বলে আজ এমন কুকাজ
করে কোন শিক্ষকে?
মদের আসর ইস্কুলেতে,
করবে সমাজ রক্ষা কে?
আজগুবি নয় সত্য কথা
কোচবিহারের ইস্কুলে
দেখল সবাই পড়ে আছে-
শিক্ষকেরা মদ গিলে।
নামিদামি বিদ্যালয়েও
এমন কান্ডকারখানা!
বুঝিয়ে দেয় আরো আছে-
হয়তো এখন নেই জানা।
সমাজ গড়ার কারিগরও
এমন যদি হয় রে,
অধঃপাতে যাবেই সমাজ
এই সহিদুল কয় রে।
(সংবাদে প্রকাশ ঐতিহ্যশালী স্কুলটিতে তিন শিক্ষকের ছেলে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষকেরা স্কুলের মধ্যেই মদের আসর বসিয়ে আনন্দ উদযাপন করে)