কত কাল হেঁটেছি এই পথে, দেখেছি উদাসী বৃক্ষ কত!
যারা যত বেশি শূন্যতায় থাকে তারা তত বেশি উদ্ধত।
অথচ তোমাকে দেখেছি, এই তো সেদিন,হে কমলাকর,
অবসন্ন পথিকের ত্রাণে অতুল ঐশ্বর্যে সাজিয়েছো ঘর।
এই যে আকাশ তোমার সরোবরে বন্দী হয়েছে তাই
সোনালী ডানা আর রুপোলি সাঁতার একসাথে পাই।