নির্জন এ বনতলে দেখা দিলে তুমি
আশার কিরণ হয়ে। দীপ্ত বনভূমি
চিনিয়েছে পথ আজ দিশাহারা মোরে-
শর্বরীর স্বপ্ন যেন সত্যি হল ভোরে!
যে কথা লিখিত আছে রোদের গভীরে-
অন্তরে প্রোথিত থাকে, মাখে কি শরীরে?
পুরনো হয় না জানি ঢেউ তোলা ছন্দ-
শারদ বাতাস দেখো বয় মৃদুমন্দ।
মন্দারে শুনেছি গান দুষ্ট স্বপ্নমাঝে-
শোনাতে চাও সে গান? শুনবো তা সাঁঝে;
এখনতো ভোর সবে, হাঁটি পায়ে পায়ে-
মেখে নিই যত রঙ আকাশের গায়ে!
তারপর মেঘ এসে ঢেকে দেবে রাতে-
ময়ূর-ময়ূরী দেখো উৎসবে মাতে।