চলতে পথে দেখবে লেখা
হাজার সেবাসদন,
করো নাকো ভুলেও সেথা
সেবার তরে রোদন।
নামটি ওদের সেবাসদন
নেইকো সেবার খোঁজ,
সেবার নামে টাকার থলি
নেয় যে কেড়ে রোজ। 🎤 খলিলুর রহমান
সেবার নামে প্রতারণা
চলছে অবিরত,
ঘোলা জলে শিকারী তাই
ফাঁদ পেতেছে যত। 🎤 উত্তম চক্রবর্তী
নেশা-পেশায় সেবাকারী
নেয় যে চড়া মূল্য,
আচার-ব্যবহারে তারা
কসাইদেরই তুল্য। 🎤 মুহাম্মদ মোজাম্মেল হোসেন
এমন সেবা দিলে রোগী
হল পগারপার,
সেবার নামে ভিড়ছে যত
জুয়াচোর-বাটপার! 🎤 শ্রাবনী সিংহ
প্রয়োজনহীন পরীক্ষাতে
পায় কমিশন বেশী,
কাটতে পারলে রোগীর পকেট
ঝিলিক মারে খুশী।🎤 ডা. প্রদীপ কুমার রায় (সুশোভন কবি)
সেবার ধরণ পাল্টে গেছে
আস্তে ঘুরে চাকা,
কায়দা করে পকেট সাফা
সেবার নামটি টাকা! 🎤 আবু কওছর
সেবার নামে ভাঁওতাবাজি
আজ ডাক্তারের পেশা,
রোগীর টাকায় পকেট ভরেও
মেটে না তার আশা ! 🎤 নাসিরউদ্দিন তরফদার (অনুব্রত কবি)
রুগি দেখে ডাক্তার লেখেন-
ইরিং বিরিং ছট;
বিদ্যাবুদ্ধি আছে ভালোই
লেখা যে উদ্ভট। 🎤 ড. সুজিতকুমার বিশ্বাস
যোগসাজশের দোকানদারই
সেই লেখাটা বোঝে,
সেই দোকানে পাঠিয়ে তাকে
কমিশনটা গোঁজে।
ল্যাবের সাথেও যোগসাজশে
নানাবিধ টেস্ট,
যে কোম্পানি দেয় কমিশন
সেটাই নাকি বেস্ট! 🎤 সহিদুল হক (দীপ্র কবি)
ভুল সেবাতে দুঃখ বাড়ে
কষ্ট করে গ্রাস!
টাকার মত টাকা গেল
রুগী হলো লাশ!
অবশেষে কেঁচো খুড়তে
বেরিয়ে এলো সাপ!
ডাক্তার নাকি ভেজাল বাপু
ওরে বাপরে বাপ! 🎤 মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)
জনতাকে বানাও মদন
পকেট কাটো রোজ
আমজনতার রক্তে সারো
নিত্য প্রাতঃভোজ। 🎤 মুহাম্মদ মনিরুজ্জামান
অবৈধ ভ্রুণ নিধন করে
কামায় টাকা লাখ,
ঠুলি পরা স্বাস্থ্যদপ্তর
ঘুমিয়ে ডাকায় নাক। 🎤 গোলাম রহমান
শিশু বিক্রির কারবারেতেও
জড়িয়ে আছে তারা,
দেদার টাকায় নিচ্ছে কিনে
পাচারকারী যারা। 🎤সহিদুল হক (দীপ্র কবি)
সেবালয়ের ভ্রষ্টাচারের
নড়িয়ে দিতে ভিত-
মুষ্টি ধরো বজ্র হাতে,
গাও একতার গীত। 🎤 সঞ্জয় কর্মকার
সেবার নামে প্রতারণা
চলবে নাকো আর,
সমবেত প্রতিবাদে
হবেই পগারপার। 🎤 মোঃ জাহিদ হাসান