"""""""""""""""""'"""""""""""""""""""""""
🎇 অপরাজনীতির করাল ছায়া 🎇
-বাংলা কবিতা ডট কমের কবিবৃন্দ
""""""""""""""""""""""""""""""""""""""""""
কর্তাবাবু ধূর্ত ভারি
নাম লেখালেন শাসক দলে;
আগের দলে নেই যে মধু
ডুবুক তারা অথৈ জলে। 🎤 সহিদুল হক(দীপ্র কবি)
দল-টল নিয়ে ভাবনা তো নেই,
নেই তো নীতি আদর্শ;
নিজেদের পেট ভরলে পরেই
হৃদয়ে তাদের হর্ষ।🎤 ডা. প্রদীপ কুমার রায়(সুশোভন কবি)
আমজনতার ধার ধারে না-
বাঁচুক কি বা মরুক ওরা!
নিজের আখের চায় গুছাতে
মূল্য কি ভাই অর্থ ছাড়া? 🎤 হুমায়ূন কবির
কানকাটা ওই কর্তাবাবু
এবার দিচ্ছে এমন শিক্ষা,
মারছে লাথি লোকের পেটে-
নাও করো এবার ভিক্ষা। 🎤 শম্পা ঘোষ
লাজলজ্জার ধার ধারে না,
নাম যে ইহার রাজনীতি।
টাকার খেলা, প্রতারণা,
সকলেরই এক রীতি।🎤 প্রবীর চ্যাটার্জী (ভোরের পাখি)
দেশ রসাতল যাক না মানুষ
কর্তাবাবুর এসেই গেল!
গুপ্তি মারা তাপ্পি ধনে
কর্তাবাবু জীবন পেল।
চাই বাসা তার মস্ত মহল
গাড়ি-বাড়ি দাস ও দাসি,
খোল কির্ত্তন বাজাক না ঢোল
আম জনতা খাক না বাসি। 🎤 সঞ্জয় কর্মকার
চিহ্নতে মোর স্বত্বা নাকি
বদনে মোর ভরসা তব
তাইতো আমি তথ্য হতে
পরশু রেলের মন্ত্রী হব। 🎤 স্বপ্নচর
''ফ্রি'তে উড়াও পাব্লিকের মাল
নীতি ভাসাও বানের জলে,
আপনি বাঁচলে ভা'য়ের নাম
যুগটাও এখন তাই বলে। 🎤 শ্রাবণী সিংহ
ভুলায়ে নীতি ,ভুলায় মান
অর্থে,দর্পে দিতে শান-
কর্তাবাবুরা বিলাসপুরে
জনগণ তার মাশুল ভরে।
মঞ্চ ওঠে গমগমিয়ে
প্রতিজ্ঞা আর বাণীতে ,
গরিব নাকি রাজা হবে,
ঘুচবে দেশের গ্লানি যে। 🎤 সুপর্ণা ভৌমিক
মানুষ নিয়ে ভাবলে বেশি
নিজের ভাগে পড়বে কম,
আগে-ভাগেই সারতে হবে
কখন যেন যায় রে দম! 🎤 মোঃ সানাউল্লাহ (আদৃত কবি)
ফূর্তিতে আর সুরাপানে
কর্তাবাবুর চোখ ঘোলাটে!
আদর্শ আর দেখব কোথায়?
মুখ ঢেকেছে দুই মলাটে। 🎤স. হক
কর্তাবাবুর সুধা ভাষা,
বোঝায় যা, তা লাগে খাসা;
ভালোই পারেন খেলতে তিনি
কলিযুগের বলি পাশা! 🎤 মিলেটস
আমরা যারা হতভাগা
দিন আনি দিন খাই,
আধা খেয়ে আধা পরে
দিনটা গুজরাই-
তাদের কেবল ভোটার ভাবো
ভাবো না তো মানুষ,
টোপের পরে টোপটা দিয়ে
ওড়াও মিথ্যে ফানুস।
ভাইয়ে ভাইয়ে লড়িয়ে দিয়ে
ফায়দা লুটছো বেশ-
পুঁজিপতির কাছে তোমরা
দিচ্ছ বেচে দেশ।
পাপের ভাঁড়ার পূর্ণ তোমার
ভোর যে আগুয়ান,
দ্বিতীয় মুক্তি ঘটবে এবার-
জাগছে নওজোয়ান । 🎤 স. হক
(অংশগ্রহণকারী সকল কবিকে জানাই অন্তরোৎসারিত ধন্যবাদ ও অফুরন্ত শুভকামনা।)