মজা আছে, সুখ নেই বাতাসের সাঁতারে--
ঝড়ে যদি ভাঙে ডানা মজা মাটি আছাড়ে।
জলের সাঁতারে দম চাই,এলেমও লাগে বেশ--
তবু ফুরায় না সুখ তা্র, থেকে যায় অবশেষ।