মনে কর, আজ তোমার পুনর্জীবন শুরু-
অবিকল সেই নাক চোখ মুখ, হৃদয়, দু চোখের ভুরু;
শুধু বদলে গেছে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ-
বদলায়নি জল-মাটি হাওয়া, বদলায়নি আকাশ।
মুছে গেছে বিগত কাল, তাকালেই আগামীর হাতছানি-
চুকে গেছে পুরনো ঋণ, হতে চাও শুধু আগামীর কাছে ঋণী।
যারা বলেছিল, 'তোমার তো কথা ছিল অন্য কিছু হওয়া-
নিজেকে চেনোনি বলে তোমার এই মামুলি হাওয়ায় বওয়া।'
কথাটা সঙ্গে এনেছো। পারবে কি এবার নিজেকে চিনতে?
পারবে কি ভুলে যেতে নিজেকে ঠকানো, আর যথার্থ বিনিময় কিনতে?
---
* সময়াভাবে কারও কবিতাই সেভাবে পড়তে পারছি না। এই কারণে মন্তব্যের ঘর বন্ধ রাখলাম। দুঃখিত। ভাল থাকুন, সুস্থ থাকুন আমার অতি প্রিয় কবিগন।