বিগত বছর ধরে কত রকম নদীর ঢেউ
জমিয়ে রেখেছি এই প্রশস্ত চোখে।
ঘাট আঘাট পাড়ি দিতে দিতে একদিন
তোমার নগরে পৌঁছে যাব বলে
ঘুম ঘুম চোখে লাগিয়ে নিয়েছি প্রজ্বলিত সুর্মা।
অথচ অন্ধকার বেষ্টিত সুরক্ষিত প্রাসাদে
প্রবেশ নিষিদ্ধ প্রকৃত প্রেমিকের;
কেবলই সানাই বাজে প্রথাসিদ্ধ অনুপ্রবেশে।
ছোটখাটো বিপ্লবে পরিখা অলঙ্ঘ্য বলে
উল্লাস দ্বিগুণ হয় বর্বর দুর্গেশের।