মহান স্রষ্টা, সৃষ্টি করেছো শ্রেষ্ঠ রূপে।
তবু এ কৃতঘ্ন, বিস্মৃত হয় সে দান;
দুদিনের খেলাঘর বদ্ধ ক'রে কূপে
তমসায় ঢেকে রাখে ওষ্ঠাগত প্রাণ।
ভুলেছি অমোঘ বাণী, ভুলেছি প্রমাণ,
জোছনা হেলায় ফেলে পুড়েছি কুধূপে;
পারিজাত ফেলে কুফুলে নিয়েছি ঘ্রাণ,
বুঝিনি এ গল্প লেখা নয় অনুষ্টুপে।
অতিক্রান্ত পথের মানচিত্র মেলেছি
আজি এ ঘুমভাঙা দুচোখের সম্মুখে,
চিনেছি তোমাকে, কুপথ দিয়েছি রুখে।
বুঝেছি মিছে সব, যে খেলাটা খেলেছি;
নিমেষে তমসা দূর, কী অপার শান্তি!
সত্যের আলোয় ভাগে যত ভুল-ভ্রান্তি।