ছিল মনে ভয়, শূন্য হৃদয়
পূর্ণ হবে না বুঝি!
শরতের ক্ষণে আশা জাগে মনে
পেয়েছি রতন খুঁজি'।
অদূরের ঘাটে সুদূরের মাঠে
খুঁজেছি কত যে তাকে-
মিলেছে কেবল বুকভাঙা ছল
সে ব্যথা জানাই কাকে?
মিলবে সে যবে অবসান হবে
ঘোর অমাবস্যার -
আজ মনে হয় হবে হবে জয়
এ মম তপস্যার।
পেয়েছি বারতা কেটেছে জড়তা
বাড়িয়েছে তার হাত-
শশী অবশেষে অমলিন হেসে
ঘোচাল যে অমারাত।