তুমি না হয় আকাশ-ঢাকা মেঘের ভেতর লুকিয়ে থাকা
অনেক দূরের বাষ্পকণা,
বুকের ওপর পড়বে কিনা ভাবতে গিয়ে কার্নিশে পা,
বলল সবাই আনমনা।
বেরসিকের প্রশ্ন আসে হাওয়ার ডানায় ভেসে ভেসে,
'কেন তোমার এমন দশা?'
বুকের জ্বালা লুকিয়ে রেখে বলি তাদের রেখে ঢেকে,
'দেখতে গিয়ে তারা খসা।'
সবার চোখে অবাক নজর শুনিনি তো এমন খবর
দিনেও খসে তারা?
কেমন করে বলি নিজে প্রেমের বাণে চোখদুটি যে
হয়েছে দৃষ্টিহারা!