লিমেরিক
-----------------
গন্ধ  ওঠে  কত  শত, সয়  কি  সবই  নাকে ?
একটা শিয়াল ডাকলে নাকি সব শিয়ালই ডাকে!
দুর্গন্ধটাই  দ্রুত ছড়ায়,
সুবাসেতে বেলা গড়ায়-
একটাই চাঁদ দেয় যে উঁকি হাজার তারার ফাঁকে।