দৃষ্টি-আকর্ষণ (লিমেরিক)
-------------------------------
কেউ দেখে না তোমার পানে,ভুগছো ভেবে জ্বরে!
ভাবছো বুঝি  'সবার দুচোখ টানবো কেমন করে?'
তাই কি নিজেই পেটাচ্ছো ঢাক?
নকল চুলে  ঢাকছো যে টাক!
"মনটা আগে সুশ্রী করো, দেখবো দু চোখ ভরে।"