অনেকেই দেখছি নির্বাক আবৃত্তি পোস্ট দিচ্ছে্ন যা খুবই বিরক্তিকর এবং আবৃত্তিঘরের অপপ্রয়োগ ছাড়া কিছু নয়।আর ব্যাপারটা যে ভুলবশতঃ ঘটছে তা কিন্তু মনে হচ্ছে না।। কারণ এখানে আপলোড করার আগে ইউটিউবে শোনার সুযোগ তো আছে! তাছাড়া একই ব্যক্তি বার বার নির্বাক আবৃত্তি পোস্ট দিয়ে প্রমাণ করছেন তাঁরা আবৃত্তিঘরকে ছেলেখেলার পর্যায়ে নামিয়ে আনতে চাইছেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে, যদি ভুল করেও হয়ে থাকে তাহলে মুছে দেওয়ার অপশন তো আছে।তা সত্ত্বেও তাঁরা দিব্যি তা বহাল রেখে চলেছেন দিনের পর দিন।তাঁদের উদ্দেশ্যটা কি? এ ব্যাপারে সকল আবৃত্তিপ্রেমী, কবি ও সুপ্রিয় এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি।
আলোচনাটি ৮১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৭/০৬/২০১৬, ০১:২২ মি: