যতটা রোদ মাখার কথা,হয়েই গেছে-
সাপটা তবু নিথর হয়ে শুয়েই আছে ...
শুয়েই আছে অপেক্ষাতে,ব্যাঙটা গেলা
সাঙ্গ করে,আসবে কখন বিদায়বেলা?
কাকও আছে অপেক্ষাতে,লগুড় হাতে
আপনজনও দিচ্ছে খোঁচা দিবস রাতে,
রাতের বেলা রোদ থাকে না,জোছনা থাকে-
এমন অবুঝ! সাধ্যতো নেই, বোঝায় তাকে।
আর কত রোদ মাখবে গায়ে!'জায়গা ছাড়ো,
কোন্ সাহসে ন্যুব্জ দেহে হকটা কাড়ো?'
জায়গা ছাড়ো এই পৃথিবীর, আসছে তেড়ে
হাজারটা ব্যাধ,রোদটা এবার নেবেই কেড়ে ...
-----------------------------------------
একুশে বইমেলা ২০১৭-্য় বাবুই প্রকাশনী ঢাকা থেকে প্রকাশিত "প্রাণের পড়শী-২" কাব্য সংকলনে এই কবিতাটি আছে।