কি মজা ভাই,কী যে মজা! আজকে ভোটের ফল
কাটবে সময় উত্তেজনায়, জিতবে যে কোন্ দল?
আমজনতা  খেটেই  খাবে
তার কি কিছু আসবে যাবে?
কে জিতেছে আসল ভোটে, কে মেশালো জল!
---------------------------------------------
কলকাতা-৭০০১২৫
১৯-০৫-২০১৬