ভেঙেই দিয়ে যাও শব্দের মৌচাক
নীরব দিনগুলি নীরবতর হোক।
সোনালী রাতবাতি বিজন মায়াঘরে,
চাই না সন্ধ্যায় তোমার পরলোক।
------------------------------
মাত্রাবৃত্ত ছন্দ,
প্রতিটি পর্ব সাত মাত্রার