রান্না করার হ্যাপা অনেক, সময় হাতে কম
তবুও যখন খেতেই হবে,খাই যে আলুর দম।
মনে যখন মেঘলা আকাশ
কাব্য কি আর হয় গো প্রকাশ?
তবুও প্রয়াস রইলো জারি, নেই যদিও শম।
---------------------------------------
শম =  মনের স্থিরতা / শান্তি