প্রেম জেগেছে মনে আমার, সূর্য মেঘে ঢাকা
দইয়ের হাঁড়ি টই টম্বুর, নেপোর বাসা ফাঁকা
গানের কথায়  মন  ভরপুর,
সেই কথাতে কে দেবে সুর?
থমকে আছে শখের গাড়ি, গড়ায় না যে চাকা।
------------------------------------------------------------
"'কবিকে খুঁজো না তার কবিতায়
কবিতায় উঠে আসে চারিদিকে যা ঘটে যায়।"