সাত সকালেই হাজার কাজের মাঝে
জ্বলছে প্রদীপ, বলছে বাসবো ভালো,
রাত পুড়ে যায় দুপুর-রোদের ঝাঁঝে
অথচ তারায় ভীষণ নরম আলো।

কত সহজেই এঁকে দিতে পারো ছবি
শান্ত আকাশে তপ্ত বিজলিডানা,
সুপ্ত গিরিও জেগে উঠে হয় কবি
ছুঁয়ে দাও যদি হিমেল বাতাসখানা।

পায়রা উড়ুক উদযাপনের দিনে,
আমি খুঁজে ফিরি উড়ন্ত চুলে সুখ,
যত পারো তুমি বেঁধে রেখে দাও ঋণে,
তিথি-লগ্নেরা পাঁজিতে ঢাকুক মুখ।

সন্ধ্যা-মাখানো বিকেলের মিহি সুরে
গোধূলির বাসা ভোলে যে ধূসর পাখি,
স্বপ্ন-মলয় যদিও তখন দূরে
তবুও বিকেল রোদ্দুরে মাখা-মাখি।

--------------------------------
মাত্রাবৃত্ত ছন্দে রচিত