তিনটি তালিকায় ২৩ জন কবিতা-অপহারকের নাম প্রকাশ করার পর এই তালিকা প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিলাম।হয়তো আর কোন তালিকাই প্রকাশ করবো না।কারণ এখনো পর্যন্ত আমার প্রকাশিত ৪০৬টি কবিতার মধ্যে এ পর্যন্ত যতগুলো কবিতা সার্চ করে দেখতে পেরেছি তার মধ্যেই ৪৩টি কবিতা অপহৃত হয়েছে।এমন কি এই আসরে মাত্র দুটি মন্তব্য পাওয়া কবিতাও অপহৃত হয়েছে দেখলাম।তার মানে সবগুলোই সার্চ করে দেখা দরকার, যা সময়সাপেক্ষ এবং সৃষ্টিকর্ম জারি রাখার পক্ষে প্রতিবন্ধক। তাছাড়া হৃদয় খুঁড়ে বেদনা জাগিয়ে লাভ কি? সুতরাং
'তস্করের কাজ তস্কর করেছে
কবিতা করেছে চুরি
কবিদের কাজ কলম চালানো
কলমকে বানাই ছুরি' -- এই আপ্তবাক্য পাথেয় করে কবিতা লিখে যাওয়া ছাড়া গত্যন্তর নেই।কিন্তু তালিকাপ্রকাশ বন্ধের এটিই একমাত্র কারণ নয়। বরং প্রধান কারণ হলো কবিতা-অপহারকদের বিচিত্র পরিচয়। সার্চ করতে গিয়ে দেখেছি ছাত্রছাত্রি, বেকার যুবক-যুবতী, চাকুরিজীবী, প্রবীণ-প্রবীণা, ব্যবসায়ী, এমন কি সমাজে প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিও কবিতা-অপহরণে সামিল।তাই আমার মনে হয়, কবিতাচুরি যে একটি অনৈতিক কাজ সেটি না বুঝেই অনেকে কবিতাচুরিতে সামিল হয়েছে।অথবা বুঝলেও ব্যাপারটিকে তেমন গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে নি। তবে একটা কথা মানতে হবে যে, ওঁদের সকলেরই কবিতার প্রতি একটা দুর্বলতা আছে।এই ভোগসর্বস্ব যুগে যা নিঃসন্দেহে আশাব্যঞ্জক।এই যুগে হাতেগোনা কিছু পাগল মানুষ ছাড়া আর কে-ই বা কাব্য-জগতে বিচরণ করে বলুন? একালের অধিকাংশ মানুষই তো পশ্চিমী কালচার আর ভোগের গড্ডালিকা স্রোতে গা ভাসিয়ে চলেছে।মুষ্টিমেয় কিছু মানুষ আজও যে কবিতাকে ভালবাসে, বিশেষত নবীন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যেও কেউ কেউ যে কাব্যজগতে বিচরণ করছে ভাবলে ভাল লাগে। কিন্তু তাই বলে কবিতাচুরির মতো অনৈতিক কাজও চলতে দেওয়া যায় না।
তাই সুপ্রিয় এডমিন সমীপে আমার প্রস্তাব হলোঃ
'এই ওয়েবসাইটে প্রকাশিত কোন কবিতা ও আর্টিকেল মূল রচয়িতার বিনা অনুমতিতে অন্যত্র প্রকাশ করলে কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হতে হবে।' -- এই ধরণের বিজ্ঞাপন প্রতিটি পৃষ্ঠার ওপরের দিকে স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হোক।
আপনারাও এই বিষয়ে আপনাদের নিজস্ব মতামত জানান, এই আহ্বান রইলো।
---------------------------------------------------------
দুটি মন্তব্য পাওয়া মূল কবিতার লিঙ্ক
http://www.bangla-kobita.com/sahidulhaque/post20151021051006/
কবিতাটি চুরি যাওয়ার লিঙ্ক
https://www.facebook.com/search/top/?
q=%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE
%E0%A6%B0+%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE
+%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2+%E0%A6%8
6%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6
%E0%A7%87+%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A3
%E0%A7%80+%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2
%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87+%E0%A6%9A%
E0%A6%B2%E0%A7%87+%E0%A6%97%E0%A7%87%E
0%A6%B2%E0%A7%87+%E0%A6%85%E0%A6%AD%E
0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0
%A7%87+%E0%A6%A0%E0%A7%8B%E0%A6%81%E
0%A6%9F+%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%
E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87
কবিতা অপহারকের নাম ও আইডি
১।Md Rabby
https://www.facebook.com/md.rabby.12327608?fref=nf
২।শাকিল আল-আমিন
https://www.facebook.com/Mohammadshakilalamin/?fref=nf
একজন কবিতা-অপহারকের সাথে আমার বার্তালাপ :
MAR 30TH, 8:21PM
আমিঃ apni amar kobita " sei duti chokh" kobitati nijer timeline-a prokash korechen(29-02-2015) kintu amar naam ullekh korenni,onumotio nanni, eti onoitik kaaj,hoy lekhati muche din, notuba timeline-a asol rochonakarer naam ullekh korun, noile copyright longghoner jonyo ovijog janate badhyo hobo.
MAR 31ST, 8:05AM
প্রান্তিক ভালবাসা : Sorry, apnake, kothao kichu korte hobe na, ami dekhchi ki kora jay
প্রান্তিক ভালবাসা : Ha apnar naam likhe diyechi, dekhe nin, aar choto vai hisabe plz, khoma kore deben, ami jantam na sir, plz. Khoma kore deben, sorry sorry sorry
----------------------------------------------------------
বিঃ দ্রঃ- আমার কবিতার মোট ২৫ জন অপহারকের না্ম জানানোর পর 'কবিতাচোরদের চিনে রাখুন' ধারাবাহিকের সমাপ্তি ঘোষণা করলাম। যদিও আরও কিছু নাম জেনেছি, কিন্তু সেগুলো আর প্রকাশ করবো না। উল্লেখ্য যে, আমার ছয় শতাধিক ফেসবুক ফ্রেন্ডের কেউই ঐ তালিকায় নেই।ব্যাপারটা বেশ স্বস্তির, কি বলেন? সকলে ভাল থাকুন ও পূর্ণোদ্যমে সৃষ্টিকর্ম জারি রাখুন।
---