দেয়ালের আলো মুছে দিয়ে গেল
অদৃশ্য কোন হাত
প্রখর দুপুরে নেমে এল যেন
মিশমিশে কোন রাত!
খাদের উদরে মিলেছে ঠিকানা
ভেবেছি সোনার খনি!
খাদের কিনারে পেঁচা কেঁদে যায়
আর নেই কোন ধ্বনি।
বাড়িয়েছি হাত পৃথিবীর দিকে
পৃথিবী ভেবেছে ছল,
আড়ালে থেকেছে কলিজার মাঝ,
চোখের অকূল জল।
খাদের বিবর জাপটে ধরেছি
কেঁদেছি দুজনে মিলে,
অন্ধকারের লকলকে জিব
সাদরে নিয়েছে গিলে।
সুপ্রাচীন যুগ ছিল কি কেবল
অন্ধকারের কাল?
এই যে পৃথিবী মানে কি তারিখ
মানে কি কখনো সাল?
আজ কেন তবে ফিরেছি পিছনে
জেগেছে প্রাচীন ভাষা!
তুষ্টি দিয়েছে প্রাচীন ছন্দ
জাগিয়েছে মনে আশা।
ভেবেছি যখন অবুঝ পৃথিবী
আমার হবে না আর,
দূরে গেছে আলো,আপন করেছে
খাদের অন্ধকার।
-------------------------------
ছন্দ-মাত্রাবৃত্ত