তোমার ভাবে বান ডেকেছে, আমার ভাবে খরা
কাব্য যে তাই ধরা দিয়েও দেয় না যে ভাই ধরা।
তাই বলে কি গোমড়া মুখে থাকবো পাড়ে বসে!
কবি হওয়ার শখটা যাবে শুধুই কপালদোষে?
কে আর কবে হচ্ছে ধনি কাব্যরাশি বেচে?
তাইতো মশাই শর্টকাটটা নিয়েছি ভাই বেছে,
'তোমার বিবি আমার বিবি' বলছি না তো মোটে
'তোমার কাব্য আমার কাব্য', যাচ্ছ তবু চটে!
তোমার গাছে কুল ফলেছে, দিলাম না হয় নাড়া
তাই বলে কি ধাক্কা দিয়ে করবে ভিটেছাড়া?
আকাশভরা লক্ষ তারা, খসলো না হয় কিছু
তাই বলে কি ছুটবে আকাশ, ধরবে আমার পিছু?
বঙ্গদেশে জন্মেছি ভাই, ইজ্জতটা তো আছে
বঙ্গনারী, জানোই তো ভাই,কাব্যকথায় নাচে।
ভাবের সাগর শুষ্ক হলেও প্রেমের সাগর ভরা
'চুরিবিদ্যা বড় বিদ্যা' পড়বো না হয় ধরা।
----------------------------------
ছন্দ- স্বরবৃত্ত
মাত্রা-৪/৪/৪/২