আমরা যারা একটু-আধটু কাব্য চর্চা করি দৈনন্দিন সব কাজ সামলে অবসর সময়েই সেটা করতে হয়।কারণ এটা আমাদের কারোরই উপার্জনের মাধ্যম নয়।বরং সময় ও সামান্য হলেও অর্থ (নেট রিচার্জ ইত্যাদি) ব্যয় করেই এটা আমাদের করতে হয়। তদুপরি চোর খোঁজার জন্য সার্চ দিতে দিতেই যদি সময় চলে যায় তাহলে কাব্যচর্চাটা করবো কখন।তবু কবি বলেছেন, "অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তাহে তৃণসম দহে"। কাজেই 'ওদিকে মাথা না ঘামিয়ে কাব্যচর্চা করে যান' এই মতের পক্ষপাতী আমি নই।ওটি পলায়নী মনোবৃত্তি এবং অন্যায় সহ্য করে যাওয়ার মতোই ঘৃণ্য।তাছাড়া কবিতার প্রতি রচয়িতার স্নেহ সন্তানস্নেহের চেয়ে কম কিছু নয়।তাই আমি ঠিক করেছি, সময় ও সুযোগ মতো কবিতা-অপহারকদের স্বরূপ উন্মোচন করবো।যদি তাদের সামান্যতম লজ্জাবোধ থাকে তাহলে কবিতাচুরি কমলেও কমতে পারে।শুধু অভিযোগ জানিয়ে কবিতাচুরি যে বন্ধ করা যাবে না সম্মানিত এডমিনও সেকথা বার বার বলেছেন।কাজেই, আপনাদেরও আহ্বান জানাই যত পারেন চোরদের চিহ্নিত করুন।
কবিতা অপহারকদের আইডি :
১। কবিতার রাজপুত্র (Hasan Hamid)
(http://kobitarrajputro.blogspot.in/2015_08_01_archive.html
ইনি আমার কবিতা "ভাবনাগুলো"(০৬/০৩/২০১৪) "এরচে নির্ঝঞ্ঝাট থাকা ভাল"(০১/০৮/২০১৫) শিরোনামে হুবহু নকল করে তাঁর ব্লগে নিজের নামে প্রকাশ করেছেন॥
২।Rupak Bhattachary (আমার "মধ্যাহ্ন অভ্যাস" কবিতাটি চুরি করেছে্ন)
https://www.facebook.com/rupak.bhattacharya.146?fref=ts
৩।অকথন মন (আমার "নামটা তোমার কবিতা" কবিতাটি চুরি করেছেন।)
https://www.facebook.com/ronghin.sc?fref=nf
৪। Star Samiran Mondal (আমার "ফাল্গুন মানে" কবিতাটি চুরি করেছেন)
https://www.facebook.com/samiranmondal1010?fref=nf
৫। Bm Asit Iqbal (আমার "প্রেম তো আসে চুপিসারে" কবিতাটি চুরি করেছেন)
https://www.facebook.com/macc.asif?fref=nf
৬। Showrab Hossen Shakib (ইনিও আমার "প্রেম তো আসে চুপিসারে" কবিতাটি চুরি করেছেন)
https://www.facebook.com/meg.dhakatara?fref=nf
৭।Shubhajit Bose (আমার "সেই দুটি চোখ" কবিতাটি চুরি করেছেন)
https://www.facebook.com/subhajit.bose.9615?fref=nf
৮।প্রান্তিক ভালবাসা (ইনিও আমার "সেই দুটি চোখ" কবিতাটি চুরি করেছেন)
https://www.facebook.com/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-1-1505328313105435/?fref=nf
৯।Zayed Nahyan (ইনি আমার "বৃষ্টিবিকেল" কবিতাটি চুরি করেছেন)
https://www.facebook.com/znahiyan?fref=nf
১০।Goutam Das (ইনি আমার ""হলুদ পাখির গান" কবিতাটি চুরি করেছেন)
https://www.facebook.com/goutam.satyam?fref=nf
*(আপনাদেরও আহ্বান জানাই, যত পারেন চোরদের চিহ্নিত করুন)
ক্রমশঃ