দল যত ছল তত, হায় জনগণ!
ভেবে ভেবে নাজেহাল,কাকে দেবে মন?
একবার হাতে যে-ই পেয়ে যায় দণ্ড
কেড়ে নেয় স্বাধীনতা,কিনে নেয় মুণ্ড।
মাঝখানে চলো যদি দুদিকেরই চাপে
থেমে যায় পদদ্বয়, থরহরি কাঁপে।
বিবেকের অচলকীট কুরে কুরে খায়,
রাখো যদি বাঁচিয়ে পথচলা দায়।
কেউ কেউ ধরে ছাতা যেদিকেই বৃষ্টি
জঞ্জাল থাকে থাক, ঘুরে যায় দৃষ্টি।
ঝাঁকে ঝাঁকে কইমাছ যেদিকেই ভেড়ে
সেদিকেই ভিড়ে যায় মাথা-লেজ নেড়ে।
হায়রে বিনয়-বাদল! হায়রে সুভাষ!
জনগণ আজ শুধু তুরুপের তাস।
জয় জয় স্বাধীনতা জয় গণতন্ত্র
'আখের গুছিয়ে নাও' আজ মূলমন্ত্র।