আসরের প্রতিভাবান তরুণ কবি সুদীপ তন্তুবায় নীল এখন অনেকটাই সুস্থ।আমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছি যে, পিতৃহীন এই কবি কিশোর বয়স থেকেই দুঃসহ দারিদ্রের সাথে লড়াই করার পাশাপাশি মারণ ব্যাধি কর্কটের(ব্রেন টিউমার থেকে আগত) সাথেও লড়াই করে আসছে।আমরা অনেকেই তাই আশঙ্কার দোলাচলে ছিলাম।
আজই দূরভাষে জানতে পারলাম সে এখন অনেকটাই সুস্থ।বারবার বলছিল, খবরটা যেন আমাদের এডমিন পল্লব ভাই ও আসরের অন্যান্য কবিদের জানাই।সকলের উদ্বেগ দূর করার জন্যই হয়তো বলছিল খবরটা জানানোর কথা।
তবে ফোনে কথা বলতে তার বেশ কষ্ট হচ্ছিল।সে নিজেই জানালো যে, বেশি কথা বললে তার মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে আর চোখ দিয়ে জল পড়ছে।ডাক্তার এখন তাকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন।
তাই খুব প্রয়োজন ছাড়া তাকে ফোন না করাই ভাল।বরং আসুন আমরা সকলে তার জন্য প্রার্থনা করি, সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে আবার আমাদের আসরে হাজির হয়।