যা-ই লেখে যা-ই বলে হাততালি ওঠে
সার নেই ধার নেই যশ তবু জোটে।
পেলে দেবো দিলে পাবো হিসাবটা সোজা
সত্যিটা বলো যদি বৃথা যশ খোঁজা।
হাতুড়ের ওষুধে রোগ নাকি বেশ সারে!
ডিগ্রির ডাক্তার তার কাছে রোজ হারে।
চাঁদের বাহার ফোটে ধার করা আলোতে
মিলেমিশে একাকার সাদা আর কালোতে।
সত্যের পরাজয় পথে ঘাটে মাঠে,
ঘুণ নাকি ধরেছে সমাজের কাঠে!