দাদুঃ
সলতে পাকানোর আগেই বলিস 'আয় না আগে আগুন জ্বালি'
দপ করে তাই যাচ্ছে নিভে,  প্রেমের বোতল হচ্ছে খালি।
লুকোচুরির মজার সে স্বাদ
তোদের মেনু দিচ্ছে যে বাদ
প্রথম পাতায় রহস্যভেদ,্লেখককে তাই দিচ্ছ গালি।

নাতিঃ
সলতে পাকিয়ে থাকতে বসে, থাকতে চেয়ে দূরে,
গান গেয়েই দিন কাটিয়ে দিতে দীর্ঘশ্বাসের সুরে।
দেবদাসেতে কি আর মজা
অনেক ভাল কানাই সাজা
কাল কাটাতে তোমরা বৃথা বেড়ার ধারে ঘুরে।

দাদুঃ
বেড়া-ঘেরা  ঘাসের মাঝেই করতো যে সুখ বাস,
হাতের মোয়ায় খানিক মজা, শান্তি কি আর পাস?
সবুরে পাওয়ার নেই কোন খেই
সহজ পাওয়ায়  কিচ্ছুটি  নেই
তাই তো তোরা আজ এখানে, কাল সেখানে যাস।