কোথায় আছিস? বন্ধ মুঠোফোন!
তোর সাথে যেতে চাই জনহীনে
সাতটি বার্তায় সেদিন গলেছিল মোম
আজ জ্বালাবো বাতি,রাতে নয় দিনে।
তুফানের ঝাপটায় দোলে কাশবন
রোদও আজ সোনা বহুদিন পর,
নদীটার ঐ পারে খুঁজে নিই নির্জন
বালুচর পেরিয়ে চল্ বাঁধি ঘর।
সুরতো দিয়েছি, গানটা কি গেয়েছিস?
না কি দ্বিধা?যদি থেকে যায় জের!
সাত বার্তা তো আগেই পেয়েছিস
এবার না হয় নিয়ে নেব সাত ফের।