কালোরূপেই থেকে যাবে হে রাক্ষুসে গহ্বর?
আলোশুদ্ধ ঝরে পড়া দিন গিলে খাও রোজ
আর কত আলো খেলে ঘুচে যাবে অন্ধকার?
ফিরে গেছে পথিক, থামাবে না ভুরিভোজ?
বাষ্পেরা জমা হলে বুদবুদ বাড়তে থাকে,
ক্ষুধার্ত নদী আলো চায় শুধু,চায় না সে সুদ
কোথায় আলো?ঐ শোনো শেয়ালের ডাক,
ঘুমিয়ে পড়েছে নদী,মিলিয়ে গিয়েছে বুদবুদ।