কড় কড় শব্দে কেঁপে কেঁপে ওঠে
জানালাটার কাঁচ
নদীটার বুকে উথালি পাথালি,
'পড়বেই ধরা মাছ?'
জবর দখল ভাল নয় মোটে
সমর্পণেই সুখ
মাহেন্দ্রক্ষণ আসবে ঠিকঠাক
ভরাবেই ঐ বুক
এখন ওজোর শোনায় শোনাক
পড়ে থাকো চুপচাপ
কাঁচের জানালা সইবে কত আর
মুহূর্মুহূ এই কাঁপ!
যেই না ভাবা বজ্রনাদে
দীর্ণ হলো রাত
আলিঙ্গনে বাঁধলো ভয়ে
কাঙ্খিত সেই হাত।