আজকে তবে এইটুকু থাক
ভীষণ ধাক্কা বাঁধে
রুখতে হবে যে করে হোক
দায় যে বিশাল কাঁধে।
বাঁধভাঙা জল দুকূল ছাপায়
ভিড়তে পারে চোখে
আজকে তবে এইটুকু থাক
কাজ নেই কাল শোকে।
সবটুকু জল নিংড়ে নিলে
মুখ ফেরাবে রোদ
থাক না কিছু পাওনা-বাকি
কালকে হবে শোধ।
জঙ্গি মনে রক্তনেশা
কাটাই তবে ফুলে
আজকে শুধু গন্ধ শুঁকি
ফুলটা গুঁজি চুলে।