চোখের বাণে ঘায়েল করে
ভিড়ের মধ্যে মেশা,
ভিতর-বাহির বাদ্যি বাজে
ঠাকুর দেখার নেশা।
দুর্গা গণেশ লক্ষ্মীও নয়
সরস্বতীই চোখ টানে,
অন্যমনের চোখে যেন
তাকাই তোমার মুখপানে।
কনুই খেয়ে যেই তাকানো
ভিড়ে মেশা সেই মুখ,
অঞ্জলিতেই হলো জমা
এই দুনিয়ার সব সুখ।
ফেরার পথে দেওয়া-নেওয়া
বাঁধন সেদিন ঢিলে,
এখনও কি তেমন আছো
সেদিন যেমন ছিলে?