সাধ জেগেছে দেবুর মনে প্রেম-যমুনায় ফের ভাসে,
বউ মরেছে বছর দশেক, ছেলেও  থাকে   প্রবাসে,
         বয়স সবে ষাটের কোঠায়,
         সবাই কেমন সঙ্গী জোটায়!
সুন্দরী কেউ বলতো যদি,'আমায় সে খুব ভালবাসে।'

মায়া-মাধব বেশ কিছুদিন করছে প্রেম চুটিয়ে
তবুও তাদের স্বপ্নলতা পড়ছে কেবল লুটিয়ে,
         বললে মাধব, "মায়ারানী
         দেবুশঙ্কর টাকার খনি,
এই সময়ে জালটা ফেলো, পড়লে ধরা নাও গুটিয়ে।

দেবুর সাথে  মায়ার  বিয়ে,  মাধবচন্দ্র   ঘটক
দেবুর দুচোখ ধাঁধিয়ে দেয় মায়ার রূপের চটক,
        ধাঁধা চোখেই তুললো পটল
        মাধব-মায়ার প্রেম যে অটল
সব হাতিয়ে ঘর বাঁধলো, এইখানে নয়, কটক।
---------------------------------------------