তোমার ছাদে নেমেছিল হয়তো বা লালপরী
আমার ঘাটে ভিড়েছিল স্বপ্নে দেখা তরী।
তখন নদী উথাল-পাথাল,কূলভাঙা তার ঢেউ
সঙ্গী ছিল একটি গোলাপ,আর ছিল না কেউ,
গাইছে পাখি বনের মাঝে কেমন করে ধরি!
আমার ঘাটে ভিড়েছিল স্বপ্নে দেখা তরী...
হয়তো আবার ভেসেই যাবে, মিলিয়ে যাবে বাঁকে
ঠিক তখনই রোদের রেখা কালো মেঘের ফাঁকে,
আয় এখনই দখিন বাতাস, মেঘ যেন যায় সরি,
আমার ঘাটে ভিড়েছিল স্বপ্নে দেখা তরী...
কোথায় বাতাস? মেঘলা আকাশ,উঠলো দারুন ঝড়
ছিঁড়লো দড়ি ভাসলো তরী, ভাঙলো সাধের ঘর,
শূন্য যত বুকের ভিতর,চোখের জলেই ভরি,
আমার ঘাটে ভিড়েছিল স্বপ্নে দেখা তরী...