একা কাশি খুক খুক?
মুক্তিতে সুখ নেই
বাঁধনেতেই আছে সুখ।
অত বড় বাগানেতে
এইটুকু ফুল ফোটে
তবু দেখি গন্ধেতে আশপাশ মেতে ওঠে।
ডালে বসে চেয়ে আছো,
চেয়ে থাকায় কাজ কি?
গান গেয়ে দিন গেলে ধরা দেবে মাছ কি?
দিন গেল জল কই?
পথিক ফিরেই গেল,
সোনার কলস ভাঙে ওই।
মায়া আছে 'সংক্ষেপ'-এ,
এইটুকু এটমেও
দুনিয়াটা ওঠে কেঁপে।