তাহলে খুলেই বলা যাক
চাঁদের বুড়ি চাঁদেতেই থাক,
মুখোমুখি বসে ছাড়ি নিঃশ্বাস
চোখে চোখে জাগুক পরম বিশ্বাস।
বহুদিন ছিলে না কাছাকাছি
ফুলে ফুলে করেছি নাচানাচি,
জীবেরা নাকি এমনই হয়!
ও কি? মিছিমিছি পাচ্ছো কেন ভয়?
হাত দিয়ে দেখো এই বুকে
ষোলটি আনার সব গেছে চুকে,
ধমনী শিরায় রাখো কান
গেয়ে চলে শুধু তোমারই গান।
বিজলীর মতো চমকাও কেন বস্?
বাজ নয়, নামছে নদীর ধস।
বসেছি তো নদীর নিরাপদ ঘাটে
উঠবে আবার,যাক না সূর্য পাটে।
বলছো কি,পাড় নয়? ভাঙে বিশ্বাস?
ফিরে আর আসে না শেষ নিঃশ্বাস?
তাহলে, কাব্যই করা যাক,
চাঁদের বুড়ি চাঁদেতেই থাক।