এ যেন গোধূলির ধূলোয় ঢাকা মুখ,
আলোর নিষ্ক্রমণ সময়ের গহ্বরে,
এ যেন মুকুরের খসে পড়া পারদ,
পানসে শিরোনাম রোজকার খবরে।
এ যেন ঈশানের  অবধারিত  মেঘ
কূলভাঙা নদীর অশুভ আগমন।
এ এক গিরগিটি দেয়ালে সেঁটে থাকা,
অথবা অক্টোপাস,নিবিড় আলিঙ্গন।


জোয়ারের আব্দার থিতনো নদীবুকে
গ্রন্থির সমবেত আচারের বায়না,
সকালের জোছনা ফিকে হয় ক্রমশ
পরিচিত মার্জার হয়ে যায় হায়না।
সঙ্গজ সরীসৃপ মনের দেওয়ালে
বদলায় রিঙ্টোন গিরগিটি-খেয়ালে।